×

আন্তর্জাতিক

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৪:১২ পিএম

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আজ

ফাইল ছবি

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার কথা রয়েছে আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল)। এইদিন আকাশে ওঠা নতুন চাঁদ অবলীলায় ঢেকে দিয়েছে সূর্যকে। এই সূর্যগ্রহণ অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথে দেখা গেছে। এছাড়া, মহাজাগতিক এই দৃশ্য দেশটির আরো বেশ কিছু এলাকা, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকেও দেখা গেছে।

ইন্সটাগ্রামে সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের বিষয়ে একটি পোস্ট দিয়েছে এবং কোথায় কোথায় এটি দেখা যাবে তা উপস্থাপন করেছে। নাসা লিখেছে, ‘২০ এপ্রিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই সূর্যগ্রহণ দেখা যাবে। এটি ভারতীয় ও প্রশান্ত মহাসাগর অতিক্রম করবে।’ খবর এনডিটিভির।

ইন্সটাগ্রাম পোস্টে বলা হয়, ‘সূর্যগ্রহণকালীন সূর্য, চাঁদ ও পৃথিবী পূর্ণ কিংবা আংশিকভাবে সারিবদ্ধভাবে অবস্থান করে, চাঁদ সূর্যকে ঢেকে ফেলে ছায়ার সঞ্চার করে ও সূর্যের খুব কাছে অবস্থান করে। মনে রাখবেন, এসময় সূর্যের দিকে সরাসরি তাকানো নিরাপদ নয়। এসময় সূর্য চোখের নিরাপত্তা দিতে অক্ষম হয়ে পড়ে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App