যান্ত্রিক ত্রুটি সেরে সাড়ে তিন ঘণ্টা বিলম্বে ছেড়েছে চট্টগ্রামঅভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস। ট্রেনটি বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৭টায় কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে যাওয়ার কথা থাকলেও তিন ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১০টার দিকে ছাড়ে এ ট্রেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের এক কর্মকর্তা।
তিনি জানান, ট্রেনটির পেছনের তিন বগির ব্রেকে প্রেশার না পাওয়ায় ছাড়তে সময় লেগেছে। মূলত ইঞ্জিন থেকে বগিতে যে এয়ার প্রেশার থাকতে হয় তা খুব কম আসছে। সাধারণত ৫০০ বিপি সর্বোচ্চ থাকে সেখানে ৪০০ বা পৌনে ৪০০ হলেও চলতে পারে ট্রেন।
এর আগে গত রবিবার সন্ধ্যায় ইফতারের পরপরই কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুর স্টেশনে মালবাহী ট্রেনকে ধাক্কা দিয়ে উল্টে যায় সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ কয়েকটি বগি।
এ দুর্ঘটনায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের চালক (লোকোমাস্টার) মো. জসিম উদ্দিন, সহকারী লোকোমাস্টার মো. মহসীন ও গার্ড আবদুল কাদেরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।