পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের চাপ নেই

আগের সংবাদ

কোহলিকে পাল্টা জবাব দিল সৌরভ

পরের সংবাদ

দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে রশদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৩ , ১২:০০ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৮, ২০২৩ , ১২:০৭ অপরাহ্ণ

পবিত্র রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে কক্সবাজার অঞ্চলের রামু, আলীকদম, চকরিয়া উপজেলা ও ফাঁসিয়াখালীতে বসবাসরত দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে।

এরই অংশ হিসেবে আজ ১৮ এপ্রিল ২০২৩ তারিখ আলীকদম, চকরিয়া ও ফাসিয়াখালী নামক স্থানে দরিদ্র ও দুস্থদের মাঝে চাল-১০ কেজি, চিনি-১ কেজি, সয়াবিন তৈল-১ কেজি, ডাল-২ কেজি, আটা-২ কেজি, লবন-০.৫ কেজি, আলু-৫ কেজি এবং সেমাই-২ প্যাকেট সম্বলিত খাদ্যের প্যাকেট ৩০০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মঈনুদ্দীন শামীম, পিএসসি, সদর দপ্তর ৯৭ পদাতিক ব্রিগেড কমান্ডার উপস্থিত থেকে দরিদ্র জনগণের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন।

সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে এই মূলমন্ত্রে দিক্ষিত বাংলাদেশ সেনাবাহিনী সকল প্রকার দূর্যোগ ও সু-সময়ে দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব উদ্যোগে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়