ঈশ্বরদীতে ২০ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আগের সংবাদ

তীব্র গরমে পশ্চিমবঙ্গের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

পরের সংবাদ

মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ , ৭:৪৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৭, ২০২৩ , ৭:৪৬ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে সোমবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ডার নাজমুল হক রঞ্জন বলেন, এটি চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ ঈশ্বরদীতে ১৪ এপ্রিল তাপমাত্রা সর্বোচ্চ রেকর্ড করা হয় ৪০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ১৫ এপ্রিল রেকর্ড করা হয় ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় প্রখর রোদ আর তাপপ্রবাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। রাস্তা-ঘাটে যানবাহন ও মানুষের চলাচলও কমে গিয়েছে। গরমে অসুস্থ হয়ে পড়ছেন শিশু ও বয়স্ক মানুষজন।

আজ বিকেল চারটা পর্যন্ত রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ। ৮ বছর ১০ মাসের মধ্যে আজ রাজশাহীতে সবচেয়ে উত্তপ্ত দিন।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়