×

বিনোদন

ঈদে আসছে হেদায়েত তুর্কী অভিনীত ৩০ নাটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১০:৪৪ পিএম

ঈদে আসছে হেদায়েত তুর্কী অভিনীত ৩০ নাটক

অভিনেতা হেদায়েত তুর্কী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডেপুটি রেজিস্ট্রার হেদায়েত তুর্কী। এর পাশাপাশি তিনি নাটক লেখা, নির্মাণ এবং অভিনয়েও ব্যস্ত সময় পার করেন। এবার ঈদে তার প্রায় ৩০টি নাটক টেলিভিশনে প্রকাশের অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যে দুই শতাধিক জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

আসন্ন ঈদে টেলিভিশনে হেদায়েত তুর্কি চিটার গার্লফ্রেন্ড,প্রেমের চকলেট, দুই নৌকায় পা, হবু চেয়ারম্যান, শিকদার মহল, জয়েন্ট ফ্যামিলি, লুকোচুরি প্রেম, ডিয়ারিং প্রেমিক, ফরেন পাত্রী, গো টু মাওয়া নাটকে তিনি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া গার্লস কলেজের দারোয়ান, মিনিস্টারের ভাতিজা এবং প্রবাসীর বিয়ে নাটকে তিনি নাম ভূমিকায় অভিনয় করছেন।

অন্যদিকে ভালোবাসার দিন বদল, অস্থির বউ, অসম প্রেম, আমি ভাইরাল হতে চাই, রিস্কি লাভ, স্টুপিড লাভ, দারোয়ানের বউ, যৌথ পরিবার, বুকের ভিতর ভালোবাসা নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া সোনা বউ, প্রবাস পল্লী, ব্যাচেলর পার্ক, মেন্টাল কলোনি, সার্চ দ্যা বস, হৃদয়ে গন্ডগোল, ভিক্ষুকের কারখানা নামে ধারাবাহিক নাটকগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

নাটকগুলিতে তার সহশিল্পী হিসেবে কাজ করেছেন জোভান, মুকিত জাকারিয়া, সাব্বির আহমেদ, শিশির সরদার, সারিকা সাবা, দোলন দে, মানসী প্রকৃতি, সেঁজুতি খন্দকার, সাবরিনা সুইটি, অধরা নীহারিকা, তামান্না আফরোজ, সানজিদা রিন্টু, পারভেজ, টুটুল প্রধান, লাভলী লিপি, এনিলা তানজুম, মিম, সাদয়া অফরিন, তারেক স্বপন, তারেক মাহমুদ, স্বপ্না, ফারজানা জয়া, বিএস টুম্পা, ফারজানা সোনিয়া, আলিশা তামান্না সহ অনেকে। নাটকগুলো পরিচালনা করেছেন ওসমান মিরাজ, কামরুল ইসলাম খান, সাদেক সিদ্দিকী, হারুন আর রশিদ, রিন্টু পারভেজ, সোহেল রানা, আয়মান রাকিব, আইয়ুব আলী, ইয়ামিন খান, জহির রায়হান, কামরুল হাসান সুজন সহ অন্যরা।

এছাড়া হেদায়েত তুর্কী অভিনীত কর্পোরেট, সাহসী যোদ্ধা, জামদানী, তবুও ভালোবাসি, প্লানার, বর্ডার, মাফিয়া সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাগুলো পরিচালনা করেছেন ফরিদুল হাসান, সাদেক সিদ্দিকী, অনুরুদ্ধ রাসেল, সৈকত নাসির, খান সোহেল, শিহাব শাহীন এবং কামাল হোসেন।

অভিনেতা হেদায়েত তুর্কী নাটক, সিনেমা এবং ওয়েব সিরিজের বাইরে তীর, ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক, ম্যাক্সন ইলেকট্রনিক কোম্পানি, ম্যাক্সিকোন ইলেকট্রনিকস, সাফা চিনিগুড়া চাউল, ফলোমী ব্রান্ডের কসমেটিক এবং জিও পাইপের বিজ্ঞাপনে মডেল হয়েছেন।

নাম ভূমিকায় অভিনয় করা সম্পর্কে হেদায়েত তুর্কী বলেন, আমি দীর্ঘদিন যাবত পার্শ্বচরিত্রে অভিনয় করে ধীরে ধীরে আজকের অবস্থানে এসেছি। কয়েকটি নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার পর এখন নাটকের নাম ভূমিকায় অভিনয় করছি। নাম ভূমিকায় অভিনয় করা অনেকটা ভাগ্যের ব্যাপার হলেও এখানে চ্যালেঞ্জ বেশি। কারণ নাটকটি সেই চরিত্রকে কেন্দ্র করে চলতে থাকে ফলে দর্শকদের চোখ থাকে চরিত্রের উপর। ভালো এবং খারাপ দুটোই দর্শকদের চোখ এড়াতে পারে না। তবে আমি চেষ্টা করেছি চরিত্রগুলো ফুটিয়ে তুলতে। আমি সবার দোয়া এবং সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App