×

আন্তর্জাতিক

ইউক্রেন থেকে শস্য-খাদ্যপণ্য আমদানি করবে না পোল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

নিজেদের কৃষিক্ষেত্রকে বাঁচাতে প্রতিবেশী দেশ ইউক্রেন থেকে শস্য ও খাদ্যপণ্য আমদানি নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড সরকার।

শনিবার (১৫ এপ্রিল) দেশটির ক্ষমতাসীন ‘ল অ্যান্ড জাস্টিস পার্টির’ (পিআইএস) প্রধান ইয়ারোস্লাভ কাচিন্সকি পোলিশ সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি জানান।

ইউক্রেন থেকে আসা এসব খাদ্যশস্যের কারণে স্থানীয় বাজারে দাম কমে যাওয়ায় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হচ্ছেন। নির্বাচনের বছরে এভাবে ভোটারদের একটি বড় অংশকে নাখোশ করতে চাইছে না ক্ষমতাসীন দল পিআইএস। খবর রয়টার্সের।

কাচিন্সকি বলেন, পোলান্ড সরকার ইউক্রেন থেকে শস্য আমদানি ও পোল্যান্ডে প্রবেশের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করার সিদ্ধান্ত নিয়েছে। শস্য ছাড়াও বেশ কয়েক ধরনের খাদ্যপণ্যের ওপরেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, আমরা ইউক্রেনের অকৃত্রিম বন্ধু আছি ও থাকবো। আমরা তাদেরকে সমর্থন করে যাচ্ছি এবং যাবো। আমাদের সম্পর্কে কোনো পরিবর্তন হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App