×

জাতীয়

মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ১২:১৫ পিএম

মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিএমও

মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

ছবি: পিএমও

মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সম্প্রতি রাজধানীর বিভিন্ন মার্কেটে একের পর অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে নাশকতা কিংবা ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ এপ্রিল) সকালে গণভবনে অনুষ্ঠিত দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠকে এ নির্দেশ দেন তিনি। এ জন্য সারাদেশে গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়ানোরও কথা বলেন প্রধানমন্ত্রী।

মনোনয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৈঠকের একপর্যায়ে প্রধানমন্ত্রী সম্প্রতি বিভিন্ন মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপস্থিত নেতাদের সঙ্গে। এসব ঘটনায় বিএনপি-জামায়াতের সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখার নির্দেশ দেন তিনি।

[caption id="attachment_423023" align="aligncenter" width="1427"] শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। ছবি: পিএমও[/caption]

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে ভিন্ন কোনো পন্থা অবলম্বন করছে কিনা তা দেখতে হবে।

প্রধানমন্ত্রী আরো বলেন, এসব ঘটনা যেহেতু ঘটছে কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে। নিজ উদ্যোগে সবাইকে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকার তাদের সব ধরনের সব সাপোর্ট দেবে। এছাড়া, আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে। ফায়ার সার্ভিস যখন আগুন নেভানোর কাজ করবে তখন অযথা ভিড় করা যাবে না। কেউ কোনো প্রকার বাধা দিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

[caption id="attachment_423023" align="aligncenter" width="1427"] ছবি: পিএমও[/caption]

মনোনয়ন বৈঠক শুরু হওয়ার পূর্বেই বাংলা নতুন বর্ষ উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমীর হোসেন আমু, তোফায়েল আহমেদ, রমেশ চন্দ্র সেন, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরউল্লাহ, ড. আব্দুর রাজ্জাক, ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, কার্যনির্বাহী সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App