×

সারাদেশ

বিএসএফের সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩, ০৬:০৯ পিএম

বিএসএফের সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

ছবি: ভোরের কাগজ

বিএসএফের সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়
বিএসএফের সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়
বিএসএফের সঙ্গে বিজিবি মহাপরিচালকের শুভেচ্ছা বিনিময়

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বিজিবির সূতিকাগার ঐতিহ্যবাহী রামগড় ব্যাটালিয়ন সদর, বিজিবি স্মৃতিস্তম্ভ, রামগড় বিশেষ ক্যাম্প, রামগড় আইসিপি ও মহামুনি বিওপি পরিদর্শন করেছেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে আভিযানিক কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি সৈনিকদের সঙ্গে কুশল বিনিময় এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। এ ছাড়াও পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষে রামগড়ে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর উপর প্রতিপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয় সেক্টরের ডিআইজি শ্রী শেখর গুপ্তা এবং অন্যান্য অফিসারবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিজি বলেন, ভারত আমাদের প্রতিবেশী বন্ধু দেশ। সব সময় আমাদের পাশে থাকে। বিজিবিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক সঙ্গে কাজ করছে দ্রুত রামগড় ইমিগ্রেশনটি চালু হবে। ফেনী নদী থেকে ভারতের একতরফা পানি উত্তোলনের ব্যাপারে তিনি বলেন, এটি যৌথ নদী কমিশনের বিষয় আলোচনা চলছে। ইতিমধ্যে নদীর ভাঙন রোধে বিএসএফ থেকে অনুমোদন পাওয়া গেছে। পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে কাজ করছে।

এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), চট্টগ্রাম রিজিয়নে ডেপুটি রিজিয়ন কমান্ডার, গুইমারা সেক্টর কমান্ডার, সদর দপ্তর বিজিবি'র পরিচালক (পরিকল্পনা), চট্টগ্রাম রিজিয়নের পরিচালক (অপারেশন) এবং রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)র অধিনায়কসহ স্থলবন্দর ও ইমিগ্রেশন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App