২২ বছরেও শেষ হয়নি বিস্ফোরক মামলার বিচার

আগের সংবাদ

নড়িয়ায় পহেলা বৈশাখ উদযাপন

পরের সংবাদ

আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ পালিত

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৩ , ১২:৪৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৪, ২০২৩ , ১১:০৭ অপরাহ্ণ

যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলা নববর্ষ-১৪৩০ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার জনগণের অংশগ্রহণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার নিয়ে প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা সভাকক্ষে সমবেত হয়।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান।

সভায় আরও বক্তব্য রাখেন ওসি আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির প্রমুখ।

বক্তারা বলেন, বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। বাঙালি জাতি শেঁকড়ের সন্ধান খুঁজে পেতে প্রতিবছর নানা অনুষ্ঠানের আয়োজন করে। অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ মানুষের সর্বক্ষেত্রে আমাদের ঐক্য আরও সুদৃঢ় করবে এবং দেশের কল্যাণে কাজ করা যাবে ।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়