মোটা অঙ্কের বেতনে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভিড়িয়েছে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর। লিওনেল মেসিকে কেনার প্রস্তাব দিয়েছে আল হিলাল। শীর্ষ পর্যায়ের তারকা খ্যাতি সম্পন্ন এমন আরো ৫০ ফুটবলারকে সৌদি লিগে ভেড়াতে চায় সৌদি আরব।
২০৩০ বিশ্বকাপের বিড ধরতে চায় সৌদি আরব। শীর্ষ পর্যায়ের ফুটবলার সৌদি লিগে খেললে দেশটির ফুটবল ও ফুটবল অবকাঠামো সম্পর্কে বিশ্ব ধারণা পাবে। যা তাদের বিশ্বকাপের আয়োজক স্বত্ব পেতে সহায়তা করবে বলে মনে করছে সৌদি ফুটবল কর্তৃপক্ষ।
স্পোর্টসভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন দাবি করেছে, আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে সৌদি প্রো লিগের পরিকল্পনা ইউরোপের শীর্ষ পাঁচ লিগ অর্থাৎ ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন, জার্মানি ও ইতালির লিগের কিছু তারকা ফুটবলার কেনা। এর বাইরে পর্তুগিজ লিগের ফুটবলার আনতে চায় তারা।
ওই পরিকল্পনার অংশ হিসেবে এরই মধ্যে রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা ও লুকা মডরিচকে প্রস্তাব দেয়া হয়েছে। যদিও তারা ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছে সংবাদমাধ্যম। লিভারপুলের রর্বাতো ফিরমিনো, এভারটনের ইয়ারি মিনা, ম্যানচেস্টার ইউনাইটেডের রাফায়েল ভারানেদের ওই প্রস্তাব পাঠিয়েছে সৌদি প্রো লিগ কর্তৃপক্ষ।
গালফ দেশটির শীর্ষ পর্যায়ের ফুটবলার কেনার পরিকল্পনায় সমর্থন জানিয়েছে সৌদ আরবের ক্রীড়া মন্ত্রণালয়। সূত্রের বরাত দিয়ে ইএসপিএনের খবরে বলা হয়েছে, ‘চাইনিজ লিগের মতো অর্থ উড়াতে চায় না সৌদি। তাদের উদ্দেশ্য সৌদি প্রো লিগের উন্নয়ন করা। এশিয়া ও আফ্রিকা অঞ্চলের সেরা লিগ হওয়া। কাতার বিশ্বকাপ থেকে তারা সৌদি ফুটবলের সমর্থন সম্পর্কে ধারণা পেয়েছেন। সেজন্য সৌদি ফুটবলকে এগিয়ে নিতে চান তারা।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।