×

সারাদেশ

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ পিএম

শিবগঞ্জে হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আট বছর আগের একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরো ৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মর্দানা তেতুলিয়াা গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়াার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মুকুল।

অতিরিক্ত পিপি রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদি হয়ে ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০-৩০ জনকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মাসুদ রানা দশজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন কারাদণ্ডদেশ দেন। মামলার অপর আসামিদের বেকসুর খালাস দেয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App