×

আন্তর্জাতিক

এশিয়ায় করোনা সংক্রমণ বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০৪:০০ পিএম

নতুন করে এশিয়ার বেশ কয়েকটি দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। এর ফলে দেশগুলোতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর কিছুটা চাপ বেড়েছে।

মার্চের শেষ সপ্তাহে সিঙ্গাপুরের করোনা সংক্রমণ প্রায় দ্বিগুণ হয়েছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চে। আগস্টের পর একদিনে ভারতে সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে। এ সময় ইন্দোনেশিয়ার দৈনিক সংক্রমণ চার মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে ও ভিয়েতনাম ভাইরাস প্রতিরোধের ব্যবস্থা জোরদার করছে। খবর ব্লুমবার্গের।

এশিয়া জুড়ে সংক্রমণ বৃদ্ধির জন্য দেশগুলো করোনার এক্সবিবি উপধরনকে দায়ী করছে। এটি অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রনের উপধরন। তবে এক্সবিবির কারণে ব্যাপক হারে গুরুতর অসুস্থতার চিত্র দেখা যায়নি।

এশিয়ায় এর আগে অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। বেশিরভাগ মানুষকে টিকা দেয়া হয়েছে। ফলে দেশগুলো করোনা বিধিনিষেধ শিথিল করেছে। তাই মাঝেমধ্যে নতুন ঢেউ দেখা যাওয়ার আশঙ্কাও রয়েছে।

সংক্রমণ কমে যাওয়ায় সিঙ্গাপুরে গত ফেব্রুয়ারিতে মাস্ক পরার বাধ্যবাধকতা উঠিয়ে নেয়া হয়। কিন্ত এরপর মার্চের শেষ নাগাদ সাপ্তাহিক আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে যায়, যা এক সপ্তাহ আগেই সাড়ে ১৪ হাজার ছিলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App