জবি শিক্ষার্থীর মুক্তির দাবিতে মশাল মিছিল

আগের সংবাদ

তাপদাহে নাভিশ্বাস প্রাণ ও প্রকৃতির

পরের সংবাদ

আলফাডাঙ্গায় মাদকসেবীর জেল-জরিমানা

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ , ৮:৫৯ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ১৩, ২০২৩ , ৯:০৫ পূর্বাহ্ণ

ফরিদপুরের আলফাডাঙ্গায় কাজী ইউনুস (৫৪) নামক এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ এপ্রিল) উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে ওই মাদকসেবীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এ আদালতের বিচারক রফিকুল হক ভোরের কাগজকে বলেন, তাকে গাঁজা সেবন ও ব্যবহারের অপরাধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১)(গ) ধারার লঙ্ঘনে একই আইনের ৩৬ (১) এর ২১ ধারায় ২২০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়