জাতিসংঘ মহাসচিবের ওপরও যুক্তরাষ্ট্র নজরদারি করেছে!

আগের সংবাদ

মানিকগঞ্জে নারী চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

পরের সংবাদ

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরি, গৃহকর্মী কারাগারে

প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৩ , ৫:৫১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১৩, ২০২৩ , ৫:৫১ অপরাহ্ণ

অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী মোসা. বিলকিস আক্তার ওরফে কনাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের সাব ইন্সপেক্টর সুকান্ত বিশ্বাস একদিনের রিমান্ড শেষে কনাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। কনার পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ এপ্রিল কনার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই দিন কনার দুই সহযোগি বাপ্পি চন্দ্র দে ও রবিউল আউয়ালকে কারাগারে পাঠানো হয়। উত্তরা পশ্চিম থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর লিয়াকত আলী এ তথ্য জানিয়েছেন।

২ এপ্রিল অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস রাতেই কণাকে আসামি করে মামলা করেন।

মামলায় মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাস উল্লেখ করেন, তাদের বাসায় তামান্না নামের এক নারী কাজ করেন। তামান্না অন্তঃসত্ত্বা হওয়ায় তাকে সহযোগিতা করতে গত ২৭ মার্চ মাসিক তিন হাজার টাকা বেতনে কণাকে কাজে নেয়া হয়। কণাকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে বলা হয়। তিনি দেবেন বলে জানালেও দেননি।

গত ১ এপ্রিল মনিরা মিঠু, বড় ছেলে মুশফিকের স্ত্রী ও ছোট ছেলে পানিশূন্যতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তখন বাসায় ছিলেন গৃহকর্মী কণা। পরের দিন দুপুরের দিকে খাবার নিয়ে হাসপাতালে যান মুশফিকের ছোট ভাই। এসময় গৃহকর্মী কণাকে বাসায় রেখে যান। হাসপাতাল থেকে এসে কণাকে বাসায় দেখতে পান। তখন মুশফিকের ছোট ভাই বাথরুমে ঢোকেন। এর ফাঁকেই গৃহকর্মী কণা নগদ দেড় লাখ টাকা ও পাঁচ লাখ ১২ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে চলে যান। বাথরুম থেকে বের হয়ে গৃহকর্মী কণাকে দেখতে না পেয়ে বারান্দায় গিয়ে দেখেন, কণা মূল ফটক দিয়ে বের হয়ে যাচ্ছেন। ডাক দিলে দৌঁড়ে পালিয়ে যান। তৎক্ষণাৎ রুমে গিয়ে দেখেন, টাকা ও স্বর্ণালঙ্কার নেই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়