×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ৫ লাখ রাউন্ড আর্টিলারি শেল দিচ্ছে দ. কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৮:৫২ পিএম

যুক্তরাষ্ট্রকে ৫ লাখ রাউন্ড আর্টিলারি শেল দিচ্ছে দ. কোরিয়া

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে ৫ লাখ রাউন্ড ১৫৫ মিলিমিটারের আর্টিলারি শেল ধার দিতে একটি চুক্তিতে পৌঁছেছে দক্ষিণ কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ডঙ্গা ইলবোর বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

অজ্ঞাত সরকারি সূত্রের বরাত দিয়ে ডঙ্গা ইলবোর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে দক্ষিণ কোরিয়ার শেল ব্যবহারের সম্ভাবনা কমাতে গোলাবারুদ বিক্রির পরিবর্তে 'ধার' দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিত্ররা ইউক্রেনকে সহায়তার বিভিন্ন উপায় খুঁজছে। তবে এ বিষয়ে এখনো কোনো আলোচ্য নির্ধারিত হয়নি। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও আর্টিলারি গোলাবারুদের অন্যতম বৃহত্তম উৎপাদক দক্ষিণ কোরিয়া জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র হুমকির মধ্যে থেকে সিউল কিয়েভকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে পারে না।

ডঙ্গা ইলবো জানায়, ধার দেওয়া শেলগুলো প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের মজুদ বাড়াবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App