×

সারাদেশ

নওগাঁ সীমান্তে ১ একর ভুখণ্ড ফেরত পেল বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৯:৩৩ পিএম

নওগাঁ সীমান্তে ১ একর ভুখণ্ড ফেরত পেল বাংলাদেশ

ছবি: ভোরের কাগজ

নওগাঁ সীমান্তে ১ একর ভুখণ্ড ফেরত পেল বাংলাদেশ
নওগাঁ সীমান্তে ১ একর ভুখণ্ড ফেরত পেল বাংলাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কার্যকর উদ্যোগের ফলে দীর্ঘ ৪৫ বছর পর নওগাঁ সীমান্তের বিরোধপূর্ণ প্রায় ১ একর ভুখণ্ড ফেরত পেল বাংলাদেশ।

বুধবার (১২ এপ্রিল) বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবির পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)- এর অধীনস্থ নওগাঁ জেলার ধামইরহাট উপজেলাধীন আগ্রাদ্বিগুন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২৫৭/২০-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামচন্দ্রপুরে প্রায় ১ একর জমি ১৯৭৭ সাল থেকে প্রতিবেশী রাষ্ট্র ভারত ভোগ-দখলে বাধা দিয়ে আসছিল। এই বিরোধের পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ সকালে সীমান্ত পিলার ২৫৭/২০-আরের কাছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আহ্বানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিনের নেতৃত্বে বিজিবির আট সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল অংশ নেয়। অপরদিকে, ভারতের ১৬৪ বিএসএফ ব্যাটালিয়ন, পতিরাম এর কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্রার নেতৃত্বে ছয় সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধিদল অংশগ্রহণ করে।

পতাকা বৈঠকে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডারের উপস্থিতিতে উভয় দেশের ল্যান্ড সার্ভেয়ার-১০ বিরোধপূর্ণ জমির বিভিন্ন কাগজপত্র যাচাই-বাছাই করে জরিপকার্য পরিচালনা করা হয়। সরেজমিনে জরিপকার্য শেষে প্রতীয়মান হয় যে, বিরোধপূর্ণ জমিটি বাংলাদেশের ভূখণ্ড।

এ বিষয়ে বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার আশ্বস্ত করেন যে, জরিপকার্যের ফলাফল খুব দ্রুততার সঙ্গে পত্রের মাধ্যমে বাংলাদেশকে জানানো হবে।

উল্লেখ্য, জমিটি ১৯৭৭ সাল হতে বিভিন্ন সময়ে বাংলাদেশের স্থানীয় কৃষকেরা চাষাবাদের চেষ্টা করলে বিএসএফ সবসময়ই বাধা দেয় আসছিলো। এর পরিপ্রেক্ষিতে বিজিবির পত্নীতলা ব্যাটালিয়নের (১৪ বিজিবি) উদ্যোগে আয়োজিত আজকের পতাকা বৈঠকের মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘ ৪৫ বছরের বিরোধপূর্ণ প্রায় ১ একর জমির মালিকানা ফেরত পেল বাংলাদেশ।

সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় অধিনায়ক একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App