নওগাঁ সীমান্তে ১ একর ভুখণ্ড ফেরত পেল বাংলাদেশ

আগের সংবাদ

মালয়েশিয়ায় ঝিকরগাছার যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পরের সংবাদ

বিমানের ফ্লাইটে মাত্র একজন যাত্রী!

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩ , ৯:৩৭ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১২, ২০২৩ , ৯:৩৭ অপরাহ্ণ

একটি জেটবিমানের ফ্লাইটে উঠলেন একজন আরোহী পল উইলকিনসন। তার বাড়ি ল্যাঙ্কাশায়ারের সেইন্ট অ্যানেসে। তিনি পর্তুগালের ফারো থেকে ৩০ মার্চ বেলফাস্টে যাচ্ছিলেন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে। বিমানের ভিতরে পা রেখেই তিনি চমকে গেলেন। ভিতরে আর কোনো যাত্রী নেই! তিনি একাই যাত্রী হিসেবে উঠেছেন। পুরো বিমান ফাঁকা। ৬৫ বছর বয়সের পল বিস্মিত হলেন। স্টাফদের কাছে তিনি জানতে চাইলেন তার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে কিনা। কিন্তু তারা তাকে বললেন, তিনি মোটেও বিলম্ব করেননি। তাদের কাছে তিনি ভিআইপি গেস্ট।

পুরো বিমানে তিনি একাই যাত্রী। এ কথা শুনে পল বলেন, এ সময় আমার মনে হচ্ছিল পুরো এই প্রাইভেট জেট বিমানটি মনে হচ্ছিল আমার নিজের। কেউ একজন তাকে বললেন, এখানে ২৮ গাজার পাউন্ডে তিনি পাচ্ছেন এই বিমানটি। এটা সম্ভবত আর কখনো ঘটবে না। তিনি বলেন, গেটে কোনো হুড়োহুড়ি নেই। এ অবস্থা দেখে আমার কাছে অবাক লেগেছে। একজন স্টেওয়ার্ডস এগিয়ে এসে বললেন, ও মিস্টার পল, আজ আপনি আমাদের ভিআইপি। আপনি নিজের মতো করে এই যাত্রা উপভোগ করুন। আসলে আমি মনে করেছিলাম আমার দেরি হয়ে গেছে। না হয় আমার ফ্লাইট বাতিল হয়ে গেছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়