চিরিরবন্দরে আটক ৪ মাদক ব্যবসায়ী কারাগারে

আগের সংবাদ

এক যুগ পর সৌদি আরবে সিরীয় পররাষ্ট্রমন্ত্রী

পরের সংবাদ

আলীকদম উপজেলা আ. লীগের সভাপতি জামাল, সম্পাদক অংশেথোয়াই

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৩ , ১০:১৬ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১২, ২০২৩ , ১০:১৬ অপরাহ্ণ

আলীকদম উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে জামাল উদ্দিন সভাপতি ও অংশেথোয়াই মারমাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সাবেক সাধারণ সম্পাদককে সহসভাপতি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) আলীকদম বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সম্মেলন শেষে সম্মেলনের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসৈশিং সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩ জনের নাম ঘোষণা করেন।

এর আগে বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বীর বাহাদুর উসৈশিং, উদ্ধোধক হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, প্রধান বক্তা হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম বেবী উপস্থিত ছিলেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোহাম্মেল হক বাহাদুর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ূয়া, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা জামাল, লামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কামরুল হাসান টিপুসহ বান্দরবান,আলীকদম – লামার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে আলীকদম উপজেলার দুইটি বহু প্রতীক্ষিত প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী। একটি জনস্বাস্থ্যের পানি শোধনাগার, আকেরটি ৫০ শয্যার হাসপাতাল। এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ জন প্রধান শিক্ষকদের মাঝে ল্যাপটপ, উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি দপ্তরের উপকার ভোগীদের মাঝে বীজ, টেউটিন, নগদ টাকা বিতরণ করেন মন্ত্রী।

এনজে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়