×

সারাদেশ

শান্তিগঞ্জে বোরো ধান কাটার অপেক্ষায় লাখো কৃষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ০৩:৫৭ পিএম

শান্তিগঞ্জে বোরো ধান কাটার অপেক্ষায় লাখো কৃষক

ছবি: ভোরের কাগজ

শান্তিগঞ্জে বোরো ধান কাটার অপেক্ষায় লাখো কৃষক

১ লাখ ৪১ হাজার ৭৯৮ মেট্রিকটন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেখার হাওর, সাংহাই হাওর, জামখলা হাওর, খাই হাওর, কাউয়াজুরী হাওর, পিপড়াকান্দি হাওর সহ ছোট বড় মিলিয়ে ১৮টি হাওরে বোরো ফসল ফলেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান উৎপাদনের আশা কৃষি বিভাগের৷ যার পরিমাণ ১লক্ষ ৪১ হাজার ৭৯৮ মেট্রিকটন। ইতিমধ্যেই বিভিন্ন হাওরে বিচ্ছিন্নভাবে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে। আর ক'দিন পরই ধান তোলার একটা উৎসব চলবে হাওরে। পরিশ্রমের নোনাঘাম ঝরানো একমাত্র ফসল গোলায় তুলতে লাখো কৃষক সময় পার করবেন হাওরে।

উপজেলা কৃষি বিভাগের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে শান্তিগঞ্জের বিভিন্ন হাওরে ২২ হাজার ১৯৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যারমধ্যে হাওরে হাইব্রিড ধান ৭ হাজার ৫শত হেক্টর, উফশী ১০ হাজার ৭৬৪ হেক্টর, স্থানীয় ১৪৫ হেক্টর, হাওরের বাইরে হাইব্রিড ১ হাজার ১ শত ও উফশী ৩ হাজার ১শত হেক্টর। যা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এ বছর ধান উৎপন্ন হবে ১ লাখ ৪১ হাজার ৭৯৮ মেট্রিকটন এবং চাল ৯৪ হাজার ৫৩২ মেট্রিক টন। যার বাজার মূল্য হবে ৩৭৮ কোটি ১২ লক্ষ ৮০ হাজার টাকার উর্ধে। বোরো আবাদের মৌসুমের শুরু থেকেই মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি, কৃষকদের পরামর্শ, প্রণোদনা বীজ- সার ও কৃষি যন্ত্রাংশ বিতরণের মাধ্যমে সার্বক্ষণিক কৃষকের পাশে থাকায় হাওরে এবার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা বেড়েছে বলে দাবি কৃষি বিভাগের।

সুলতানপুর গ্রামের কৃষক হারিশ আলী এ বছর প্রায় ৬ একর জমিতে ধান লাগিয়েছেন। এখন তার ক্ষেতের আগাম জাতের ধান কাটছেন শ্রমিকরা। হাওরে বোরো ভালো ফলন হওয়ায় ক্ষতি কাটিয়ে লাভবান হওয়ার আশা তার।

কৃষক চমক আলী বলেন, কৃষি প্রণোদনার ধানবীজ ও সার পেয়ে এগুলো কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শে ৩ বিঘা জমিতে হাইব্রিড ধানের আবাদ করেছি। জমিতে ভালো ফলনও হয়েছে৷ ৫ দিন পর ধান কাটা শুরু করবো।

এব্যাপারে মুঠোফোনে কথা হলে উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ বলেন, এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ফসল উৎপাদনের আশা করছি আমরা। হাওরে আগাম জাতের ধান কাটা শুরু হয়েছে৷ সবকিছু ঠিকঠাক থাকলে কিছুদিনের মধ্যেই সব ফসল কাটা ও মাড়াই করে গোলায় তুলতে পারবেন কৃষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App