×

জাতীয়

আগামী এক সপ্তাহ বৃষ্টি হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৩, ১২:০৬ এএম

প্রচণ্ড দাবদাহে ত্রাহি ত্রাহি রব উঠেছে। তার ওপর রমজানে এই দাবদাহ রোজাদারদের কষ্ট আরো দ্বিগুণ করেছে। কিন্তু এই দাবদাহ খণ্ডাবে কখন?

প্রশ্ন সবার।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী এক সপ্তাহের মধ্যে কমছে না এই দাবদাহ। তারা পূর্বাভাসা দিয়েছেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা বেড়ে ৪০ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। আগামী সাত-আটদিন বৃষ্টির সমূহসম্ভাবনাও নেই।

সোমবার (১১ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। এই নিয়ে টানা নয়দিন দেশের মধ্যে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। এ তাপমাত্রা আরো বাড়বে বলে জানানো হয়েছে। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

১৪-১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা ৩৫- ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App