×

সারাদেশ

আলফাডাঙ্গায় শিক্ষকের ওপর হামলা, কারাগারে ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৩, ০২:৩৮ পিএম

আলফাডাঙ্গায় শিক্ষকের ওপর হামলা, কারাগারে ২

ছবি: ভোরের কাগজ

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় তিন শিক্ষকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় দুই আসামি রমিম খান (২০) ও রুবেল খানকে (২৫) কারাগারে পাঠিয়েছে আদালত।

অভিযুক্ত আসামিরা হলো- উপজেলার রমিম গোপালপুর গ্রামের চাঁন খানের ছেলে অপরদিকে রুবেল, একই গ্রামের আকবর খানের ছেলে।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা যায়, সোমবার (১০ এপ্রিল) দুপুরে ফরিদপুর ৯নং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করে আসামি পক্ষ। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা ও আলফাডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক প্রকাশ বোস জানান, গত ২০ মার্চ মাদ্রাসা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গোপালপুর বায়তুল ফালাহ্ দাখিল মাদ্রাসার তিন শিক্ষকের ওপর হামলা করে স্থানীয় কয়েকজন যুবক। পরবর্তীতে বিষয়টি নিয়ে মাদ্রাসাটির সুপার আ. সামাদ শেখ বাদী হয়ে তিন যুবকের নাম উল্লেখপূর্বক থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সোমবার আসামিরা আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন। আদালত তাদের দুইজনের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App