×

খেলা

বার্সেলোনাতেই ক্যারিয়ারের ইতি টানবেন মেসি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৩, ১২:৩০ এএম

ক্যাম্প ন্যুয়ে কোপা দেলরেতে মুখোমুখি বার্সা-রিয়াল। তখন সবে ক্লাসিকোর ১০ মিনিট পেরিয়েছে। বল দখল থেকে শুরু করে আক্রমণে বেশ দাপট দেখাচ্ছে বার্সা। এমন সময় দর্শক সারি থেকে আসে ‘মেসি...মেসি..‌.’ ধ্বনি। একটু পরেই সেটা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারিজুড়ে। সাবেক ক্লাবে যখন সমর্থকদের সীমাহীন ভালোবাসায় সিক্ত হচ্ছেন মেসি। বর্তমান ক্লাবে ঘটছে ঠিক তার উল্টো ঘটনা। পিএসজির হয়ে খেলতে নেমে এখন পর্যন্ত বেশ কয়েকবার সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে।

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরোচ্ছে লিওনেল মেসির। চুক্তি নবায়ন নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। গুঞ্জন রয়েছে, পুরনো ক্লাব বার্সেলোনাতে ফেরার বিষয়েও। প্রিয় তারকাকে স্বাগত জানাতে নির্ঘুম প্রহর গুনছেন কাতালান ক্লাবটির সমর্থকরাও। যার রেশ দেখা গেছে শেষবার ক্লাসিকোতে। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তটা নেবেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কই। খবর নিউইয়র্ক টাইমসের।

প্যারিসে যখন সময়টা ভালো যাচ্ছে না মেসির, অনেকেই পরামর্শ দিচ্ছেন ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। সে তালিকায় আছেনতার সাবেক সতীর্থ ও ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি। মেসি যেন বার্সেলোনাতেই ফিরে আসেন এমনটাই চাইছেন অঁরি, পার্ক দে প্রিন্সেসে দুয়োধ্বনি শোনা লজ্জাজনক। দল ও বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় যার এ মৌসুমে ১৩টি গোল ও ১৩টি অ্যাসিস্ট রয়েছে, তার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ব্যক্তিগতভাবে আমার পছন্দ, সে ক্যারিয়ার বার্সেলোনায় শেষ করুক।

সে যদি আর্থিক দিক বিবেচনা করে তাহলে অবশ্যই সে অনেক ভালো ভালো অফার পাবে। কিন্তু সে যদি মনের কথা শোনে কিংবা ভালোবাসা চায় তাহলে বার্সেলোনার বিকল্প কোনো জায়গা পৃথিবীতে আর নেই।

এদিকে, মেসিকে নিয়ে মন্তব্য করেছেন বার্সেলোনার সাবেক প্রেসিডেন্ট হুয়ান গাসপার্টও। ক্যাম্প ন্যুয়ে মেসি মেসি ধ্বনি নিয়ে গাসপার্ট বলেন, ‘এটা তার প্রতি ভালোবাসার একটা প্রদর্শনী বলা যায়। প্যারিসে তাকে দুয়োধ্বনি দেওয়া হচ্ছে। এখানে আমরা ভালোবাসা দিচ্ছি।’

ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তটা মেসিকেই নিতে হবে জানিয়ে সাবেক এই বার্সা সভাপতি বলেন, সে যদি আর্থিক দিক বিবেচনা করে তাহলে অবশ্যই সে অনেক ভালো ভালো অফার পাবে। কিন্তু সে যদি মনের কথা শোনে কিংবা ভালোবাসা চায় তাহলে বার্সেলোনার বিকল্প কোনো জায়গা পৃথিবীতে আর নেই।

হুয়ান গাসপার্টের বিশ্বাস, যে ক্লাবের হয়ে মেসি নামক এক ধ্রুবতারার উত্থান হয়েছে, সেই ক্লাবের হয়েই ক্যারিয়ারের ইতি টানবেন এই আর্জেন্টাইন তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App