হৃদরোগের ঝুঁকি এড়াবেন যেভাবে

আগের সংবাদ

ক্যামেরায় চোখ রাখতে পারছেন না সামান্থা

পরের সংবাদ

কোন হরমোনের কি কাজ

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৮, ২০২৩ , ১২:১৮ অপরাহ্ণ

জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের শরীরে কাজ করে হরমোন। এটি ছাড়া আমাদের প্রাণবন্ত থাকা সম্ভব নয়। প্রকৃতপক্ষে হরমোন হলো প্রাণরস। হরমোনের প্রভাবেই আমরা প্রাণবন্ত থাকি এবং আমাদের জীবনের গতিপ্রকৃতি নির্ণয়ে হরমোনই সাহায্য করে। একেকটি হরমোন একেকটি কাজ করে থাকে।

মানবদেহে কোন হরমোন কী কাজ করে সেটা উল্লেখ করা হলো-
১. সোমাটো ট্রপিক হরমোন, সংক্ষেপে এসটিএইচ। এটি পিটুইটারি বৃদ্ধি নিয়ন্ত্রক।
২. থাইরয়েড স্টিমুলয়েটিং হরমোন, সংক্ষেপে টিএসএইচ। এটি পিটুইটারি থাইরয়েড নিয়ন্ত্রক।
৩. অ্যাড্রিনোকর্টিকো ট্রফিক হরমোন, সংক্ষেপে এসিটিএইচ। এটি পিটুইটারি ফলিকল অ্যাড্রিনাল গ্রন্থি নিয়ন্ত্রক।
৪. ফলিক্যাল-স্টিমুলেটিং হরমোন, সংক্ষেপে এফএসএইচ। এটি পিটুইটারি ফলিকল নিয়ন্ত্রক।
৫. লুটিনাইজিং হরমোন, সংক্ষেপে এলএইচ। এটি পিটুইটারি শুক্রাশয় (পুরুষ) ও ডিম্বাশয়ের (নারী) অণ্ডকোষ নিয়ন্ত্রক।
৬. লিউটোট্রফিক হরমোন, সংক্ষেপে এলটিএইচ। এটি পিটুইটারি স্তনগ্রন্থি নিয়ন্ত্রক।
৭. অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন, সংক্ষেপে এডিএইচ। এটি পিটুইটারি বৃক্ক ও মূত্র নিয়ন্ত্রণ করে।
৮. থাইরক্সিন থাইরয়েড গ্রন্থি বিএমআর নিয়ন্ত্রণ করে থাকে।
৯. ক্যালসিটোননের উৎস হলো প্যারাথাইরয়েড। এটি রক্তে ক্যালসিয়াম কমাতে সাহায্য করে।
১০. প্যারাথরমোনের উৎস হলো প্যারাথাইরয়েড। এটি রক্তে ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে।
১১. অ্যাড্রিনালিনের উৎস হলো অ্যাড্রিনাল। এটি বিপাক ও সংকটকালীন পরিস্থিতিতে কাজে লাগে।
১২. ইনসুলিনের উৎস হলো অগ্নাশয়ের বিটা কোষ। যা রক্ত শর্করা হ্রাস করতে সহায়তা করে।
১৩. গ্লুকাগনের উৎস হলো অগ্নাশয়ের আলফা কোষ। যা রক্ত শর্করা বৃদ্ধিতে সাহায্য করে।
১৪. ইস্ট্রোজেনের উৎস হলো গ্রাফিয়ান ফলিকল। যা নারীদের গৌণ যৌন বিকাশে সহায়তা করে।
১৫. টেসটোস্টেরনের উৎস হলো শুক্রাশয়। যা পুরুষদের গৌণ যৌন বিকাশে সহায়তা করে।
১৬. প্রোজেস্টেরনের উৎস হলো করপাসলিউটিয়াম। যা মায়ের মাতৃত্ব ও অন্তঃসত্ত্বা অবস্থার নিয়ন্ত্রণ করে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়