×

খেলা

টাইগারদের ১৩৮ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩, ১১:৪৩ এএম

টাইগারদের ১৩৮ রানের টার্গেট দিল আয়ারল্যান্ড

ছবি: সংগৃহীত

দ্বিতীয় ইনিংসে ২৯২ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। ফলে ঢাকা টেস্ট জিততে বাংলাদেশের সামনে এখন লক্ষ্য ১৩৮ রান। আর আইরিশদের জয়ের জন্য প্রয়োজন দশ উইকেট।

এর আগে টস জিতে ঢাকা টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ইনিংসে ২১৪ রান করেছিল আইরিশরা। জবাব দিতে নেমে মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৩৬৯ রান। প্রথম ইনিংস থেকে বাংলাদেশ ২১৪ রানের লিড নেয়। তৃতীয় দিনে আইরিশ ব্যাটার লরকান টাকার ১০৮ রানের ইনিংস খেলেন। এছাড়া হ্যারি টেক্টর ৫৬ ও অ্যান্ডি ম্যাকব্রেনির ৭২ রানের ইনিংস খেলে বাংলাদেশের লিড শোধ দিয়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন।

এর আগে বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিম ১২৬ রানের ইনিংস খেলেন। সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ৮৭ রান। মেহেদি মিরাজ ৫৫ রান যোগ করেন। এছাড়া লিটন দাস ৪৩ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। আয়ারল্যান্ডের আন্দ্রে ম্যাকব্রিনি নেন ছয় উইকেট। দ্বিতীয় ইনিংসে তাইজুল চারটি এবং এবাদত তিন উইকেট নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App