×

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১১ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড বাতিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১২:২৪ এএম

মালয়েশিয়ায় ১১ ধরনের অপরাধে মৃত্যুদণ্ড বাতিল

ফাইল ছবি

হত্যা ও সন্ত্রাসসহ ১১টি গুরুতর অপরাধে বাধ্যতামূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করেছে মালয়েশিয়া। এর ফলে অন্তত ১৩০০ মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি প্রাণে বাঁচবেন।

সোমবার (৩ এপ্রিল) দেশটির পার্লামেন্টে এক ভোটে এ প্রস্তাব পাস হয়। খবর বিবিসির।

ব্যতিক্রমী ক্ষেত্রে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার বিধান নির্ধারণ করবেন বিচারকরা। তবে সবচেয়ে গুরুতর অপরাধে আদালত একজন আসামিকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারবেন। অন্যথায় এক্ষেত্রে বেত্রাঘাতের মতো শাস্তিও দিতে পারবেন তারা। তা সত্ত্বেও প্রস্তাবটি পাস হতে দেশটির উচ্চকক্ষের সম্মতি পেতে হবে। আশা করা হচ্ছে, সেখানেও পাস হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App