×

সারাদেশ

পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের ৫ ব্যবসায়ীকে জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৩:৪১ পিএম

পানছড়িতে ভ্রাম্যমাণ আদালতের ৫ ব্যবসায়ীকে জরিমানা

ছবি: পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়িতে বাজার এলাকায় রমজানে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতে ৫ ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এই জরিমানা করেন। এ সময় উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাক্তার সমাপন চাকমা, সেনেটারী ইন্সপেক্টর মাকসুদুর রহমান ও থানা পুলিশ সহযোগিতা করেন।

প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ও কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৩ ধারাসহ বিভিন্ন ধারায় পণ্যের মূল্য তালিকা না থাকায়, দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এই বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ ব্যবসায়ীদের সতর্কতা করে বলেন, সরকারের আইন মেনে সবাইকে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। নয় তো আমাদের এই জরিমানা কার্যক্রম অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App