মার্কিন রাষ্ট্রদূতের জন্য দরজা বন্ধ করলেন এরদোগান

আগের সংবাদ

উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি

পরের সংবাদ

কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের জয়

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩ , ৩:০৫ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ৪, ২০২৩ , ৩:০৫ অপরাহ্ণ

অনূর্ধ্ব-১৭ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে কলম্বিয়াকে উড়িয়ে দিয়ে জয় তুলে নিয়েছে ব্রাজিল।

মঙ্গলবার (৪ এপ্রিল) ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলের কাছে ৩-১ গোলে পরাজিত হয় কলম্বিয়া অনূর্ধ্ব-১৭ দল।

ম্যাচে শুরুতে দুদলই একের পর এক আক্রমণ করে গেলেও ব্রাজিল ও কলম্বিয়ার কেউই কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে প্রথমার্ধ। কিন্তু কেউ লক্ষ্যভেদ করতে পারেনি। ম্যাচের সবগুলো গোল হয়েছে দ্বিতীয়ার্ধে।

শুরুটা করেছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটের সময় পেনাল্টি পায় ব্রাজিল। সেখানেসফল স্পট কিক থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলের এদওয়ার্দো কোগিদজিকি আনাস্তাসিও। ১৩ মিনিট পর ম্যাচে সমতা ফেরায় কলম্বিয়া। ম্যাচে ৬৭তম মিনিটে দলের হয়ে একমাত্র গোলটি করেন উইলিয়াম ক্যামিলো লোপেজ সান্তানা।

তবে এই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কলম্বিয়া। দুই মিনিট পর রিকুয়েলমি ফিলিপ মরিনহো ডি সুজাও গোল করে লিড এনে দেন সেলেসাওদের। ম্যাচে একেবারে শেষ মুহূর্তে অর্থাৎ ৮৭তম মিনিটে কফিনে শেষ পেরেক ঠুকেন রায়ান ভিটর সামপ্লিসিও রোচা।

যোগ করা অতিরিক্ত সময়ে বার্নার্দো ভালিম লাল কার্ড পেলে ম্যাচের ১০ জনের দলে পরিণত হয় ব্রাজিল। তবে এতে দলটির কোনও ক্ষতি করতে পারেনি কলম্বিয়া। শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়া ব্রাজিলের যুবারা। এ জয়ের ফলে তিন ম্যাচ থেকে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে উঠলো ব্রাজিল।

এসএম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়