×

জাতীয়

রূপাকে হত্যা করে যমুনায় ভাসান স্বামী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:৪৪ এএম

রূপাকে হত্যা করে যমুনায় ভাসান স্বামী

বিদেশ থেকে পাঠানো টাকা আত্মসাৎ ও প্রেমিককে বিয়ের অভিযোগে সাবেক স্ত্রী রূপা আক্তারকে হত্যা করেন মোজাম্মেল হক। পরে মরদেহ যমুনা নদীতে ভাসিয়ে দেন তিনি। এ ঘটনায় সাবেক স্বামী মোজাম্মেল হক ও তার ভাই জহিরুল হককে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শনিবার বিকেলে পিবিআই গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান এ তথ্য নিশ্চিত করেন।

পিবিআই জানায়, জামালপুরের মাদারগঞ্জ থানার হিদাগারী গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে মোজাম্মেল হক বছর আট আগে একই থানার ফাজিলপুর গ্রামের রবিউল ইসলামের মেয়েকে রূপাকে বিয়ে করেন। তাদের দু’টি সন্তান রয়েছে। ২০১৯ সালে মোজাম্মেল হক মালয়েশিয়ায় চলে যান। সেখানে থাকার সময় শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৯ লাখ টাকা পাঠান মোজাম্মেল হক। দেশে ফিরে তিনি জানতে পারেন স্ত্রী রূপা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। পরে প্রেমিককে বিয়ে করে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামে বসবাস শুরু করে তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App