×

বিনোদন

দক্ষিণে মজেছে কাজলের মন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ১২:১২ পিএম

দক্ষিণে মজেছে কাজলের মন
দক্ষিণে মজেছে কাজলের মন

বলিউডেসহ দক্ষিণের সিনেমায় অতি পরিচিত মুখ অভিনেত্রী কাজল আগরওয়াল। সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয় বলিউড, না দক্ষিণ, কোন ইন্ডাস্ট্রিতে তিনি কাজ করতে বেশি আগ্রহী। জবাবে এই নায়িকা বলেছেন, ‘আমি “বোম্বে গার্ল”। এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। তবে আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম হায়দরাবাদ (তেলেগু) ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তেলেগু আর তামিল ছবিতেই আমি বেশি কাজ করেছি। কিছু হিন্দি ছবিতেও কাজ করেছি। তবে হায়দরাবাদ আর চেন্নাইকে মনে হয় নিজের বাড়ি। আর এই অনুভূতি কখনো আমার মন থেকে যাবে না।’

কাজল জানিয়েছেন, ‘বলিউডের থেকে দক্ষিণি ছবির জগৎ অনেক বেশি প্রশস্ত; গ্রহণযোগ্যতা বেশি। দক্ষিণে কাজের ক্ষেত্রে ফাঁকিবাজি বা শর্টকাট বলে কিছু হয় না। আর সেখানে সফলতার সিঁড়িতে চড়ার সহজ কোনো পথ নেই। কঠোর পরিশ্রমই শেষ কথা। যদিও বলিউডে ক্যারিয়ার শুরু করার জন্য রোজ প্রচুর মানুষ আসে। কারণ হিন্দি আমাদের জাতীয় ভাষা। দক্ষিণে দারুণ দারুণ সব টেকনিশিয়ান আর পরিচালক আছেন। দক্ষিণে তামিল, তেলেগু, মালয়ালম আর কন্নড় এই চারটা ভাষাতেই দুর্দান্ত সব গল্প নিয়ে কাজ হয়। তবে এটা সত্যি যে হিন্দি সিনেমা দেখে আমাদের বেড়ে ওঠা।’

কাজল আরও বলেছেন, ‘আমি দক্ষিণি ছবির জগতের নীতি, মূল্যবোধ আর নিয়মানুবর্তিতাকে অত্যন্ত পছন্দ করি। আর হিন্দি সিনেমাতে এসবের খামতি আছে।’

কাজলকে সামনে এস শংকর পরিচালিত তামিল সিনেমা ‘ইন্ডিয়ান টু’তে দেখা যাবে। এই ছবির মূল চরিত্রে আছে দক্ষিণের মেগা তারকা কমল হাসান। আরও একটি তামিল ছবি তাঁর ঝুলিতে আছে। এ ছাড়া হিন্দি ছবি ‘উমা’র মূল চরিত্রে আছেন কাজল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App