×

জাতীয়

জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৩, ০৩:৪২ পিএম

জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে ছয় সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (২ এপ্রিল) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে রমনা থানার এ মামলায় আগাম জামিন চেয়ে আবেদন করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। শুনানি শেষে হাইকোর্ট ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান ও অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। গত বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় এ মামলা করেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫-এর (২), ৩১, ৩৫-এ আনীত অভিযোগে বলা হয়েছে, আসামিরা প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া ব্যবহার করে রাষ্ট্রের ভাবমূর্তি বা সুনাম ক্ষুণ্ণ করেছে এবং বিভ্রান্তি ছড়াতে মিথ্যা তথ্য প্রচার করেছে।

যা বললেন আইজিপি

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক কোনো নির্দেশনা দিয়েছেন কিনা- জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘দেখেন আপনারা। ওয়েট অ্যান্ড সি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App