×

আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ৪ মিলিয়ন ডলার চাঁদা পেলেন ট্রাম্প

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১১:৫৪ এএম

২৪ ঘণ্টায় ৪ মিলিয়ন ডলার চাঁদা পেলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে চলমান প্রচারণায় গত ২৪ ঘণ্টায় কর্মী-সমর্থকদের কাছ থেকে চার মিলিয়নেরও তথা ৪০ লাখ ডলারের বেশি সংগ্রহ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অভিযুক্তের তথ্য জানার পর থেকে ২৪ ঘণ্টায় ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারণা তহবিলে এই অর্থ জমা পড়েছে।

এদিকে, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের মামলায় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের অভিযুক্ত হওয়ার কথা জানা যায়। সম্পর্কের তথ্য গোপন করতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে স্টর্মিকে অবৈধভাবে অর্থ দিয়েছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়। খবর নিউইয়র্ক পোস্টের

প্রচারণা কর্তৃপক্ষ জানায়, দাতাদের ২৫ শতাংশের বেশি প্রথমবারের মতো ট্রাম্পকে অর্থ দিয়েছেন। আর গড়ে ৩৪ ডলার করে চাঁদা দিয়েছেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা।

ট্রাম্পের পক্ষ থেকে এক ইমেইল বার্তায় বলা হয়, অরাজনৈতিক ব্যক্তি হিসেবে যখনই আমি প্রেসিডেন্ট প্রার্থী হতে কাজ শুরু করি, দুর্নীতিবাজ শাসকশ্রেণি ‘আমেরিকা ফার্স্ট’ আন্দোলনকে থামিয়ে দিতে নানারকম চেষ্টা চালায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App