×

সারাদেশ

কলাগাছের সুতা থেকে শাড়ি!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ০৯:৩২ পিএম

কলাগাছের সুতা থেকে শাড়ি!

বান্দরবানে কলাগাছ থেকে সুতা তৈরি করে বিভিন্ন সৌখিন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু হওয়ার পর এবার কলাগাছের সুতা থেকে তৈরি করা হয়েছে শাড়ি। ছবি: সংগৃহীত

বান্দরবানের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পার্বত্য এলাকার কলাগাছ থেকে সুতা তৈরি করে বিভিন্ন সৌখিন হস্তশিল্প তৈরির প্রশিক্ষণ শুরু হওয়ার পর এবার কলাগাছের সুতা থেকে তৈরি করা হয়েছে শাড়ি।

শনিবার (১ এপ্রিল) বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি কালাঘাটা এলাকায় কলাগাছের সুতা থেকে বিভিন্ন হস্তশিল্প তৈরির পাইলট প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ খবর জানিয়েছেন।

জেলা প্রশাসক বলেন, প্রথমবারের মতো কলাগাছের বাকল থেকে তৈরি সুতা দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে। কাজটা সহজ ছিল না। তবে এটি এখন বিশাল সাফল্য। এক বছর আগে থেকেই কলাগাছের বাকল থেকে সুতা তৈরির কার্যক্রম শুরু করা হয়েছিল।

তিনি বলেন, বান্দরবানে জেলা প্রশাসক হিসেবে যোগদান করার পর থেকেই এখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। সেই চিন্তা থেকেই কলাগাছের বাকল থেকে সুতা তৈরি করা হয়। পরে সেই সুতা থেকে পর্দার কাপড়, পাপোস, ব্যাগ, কলমদানীসহ বিভিন্ন হস্তশিল্প তৈরি করা হয়। পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হয় কলাগাছের সুতা থেকে শাড়ি তৈরি করার।

বান্দরবান জেলায় অসংখ্য কলাগাছ আছে। ফল দেয়ার পর কলাগাছ কেটে ফেলে দেওয়া হয়। ফেলে দেয়া সেই কলাগাছ থেকেই সুতা তৈরি করা হয়। আর সেই সুতা থেকে তৈরি হলো শাড়ি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App