শতবর্ষের পুরনো সংবাদ

আগের সংবাদ

আজ দেশের যেসব স্থানে কালবৈশাখীর সম্ভাবনা

পরের সংবাদ

আজ সারাদেশে বিএনপির অবস্থান কর্মসূচি

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ , ১২:৪৫ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ১, ২০২৩ , ৯:১৮ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আওয়ামী লীগ সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে আগামীকাল শনিবার সারাদেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি করবে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩১ মার্চ) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। অবস্থান কর্মসূচিতে জাতীয় নেতাসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে অবস্থান কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়