ফের ঢাকা কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

আগের সংবাদ

নামের শেষে সরকার থাকায় জমি চলে গেল সরকারি মালিকানায়!

পরের সংবাদ

শামসুজ্জামানের মুক্তি দাবিতে শাহবাগে বিক্ষোভ

মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করলো ছাত্রলীগ

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ , ১:৫১ অপরাহ্ণ আপডেট: এপ্রিল ১, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ

স্বাধীনতা দিবসে প্রকাশিত সংবাদের কারণে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামসুজ্জামান শামসের মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (১এপ্রিল) দুপুর পৌনে বারোটায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছবি: ভোরের কাগজ

সমাবেশে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩২ ব্যাচের শিক্ষার্থী কল্লোল ভৌমিক বলেন, আজকের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। সেই অবস্থায় যখন আমাদের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তার দায়িত্বশীল আচরণ করেছেন, তখন তার উপর নির্যাতন নেমে আসে। একজন সাংবাদিক হিসেবে তার দায়িত্ব পালনের জন্য তাকে বন্দি হতে হয়েছে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি তাকে ধন্যবাদ দেয়ার জন্য। কারণ সে মানুষের সত্যিকারের অবস্থা তুলে ধরার সৎসাহস দেখিয়েছে।

ছবি: ঢাবি প্রতিনিধি

তিনি আরো বলেন, যদি অবিলম্বে শামসের মুক্তি দেয়া না হয়, তাহলে আমরা রাজপথে লড়াই চালিয়ে যাবো। প্রয়োজনে আমরাও জেলে যাবো।

৩৪ ব্যাচের শিক্ষার্থী গোলাম মুর্তজা ধ্রুব বলেন, রাতের আঁধারে একজন সাংবাদিককে তুলে নিয়ে গিয়ে আপনারা কী ম্যাসেজ দিতে চাচ্ছেন? তাকে তুলে নিয়ে যাওয়ার পরেও জানানো হয়নি যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এটি আমাদেরকে ভালো বার্তা দেয় না। আমরা রাজনীতি বুঝি না৷ আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই ও আমাদের গণমাধ্যমের সহকর্মীর মুক্তি চাই। যদি তার মুক্তি না দেয়া পর্যন্ত একজনও থাকলে আমরা আন্দোলন চালিয়ে যাবো।

একই সময়ে এই সমাবেশের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থা নিয়ে প্রথম আলো ও সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এর আগে বেলা সাড়ে ১১টায় শাহবাগ গোল চত্বর অবরোধ সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অবস্থান নেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর ১২টার দিকে শাহবাগ মোড়ে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের কুশপুত্তলিকা দাহ করে। বারোটায় সাবেক জাবিয়ানদের সমাবেশ শেষ হওয়ার পর সাড়ে বারোটায় তারা অবরোধ ছেড়ে দেন। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।

ছবি: ভোরের কাগজ

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়