ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট সম্পর্কের সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানের অধিনায়ক ইমরান খান। একে ‘দুঃখজনক ব্যাপার’ বলে আখ্যায়িত করেছেন তিনি।
ইমরানের অভিযোগ, উদ্ধত আচরণ করছে ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এমন আচরণ করছে, যেন বিশ্ব ক্রিকেটে পরাশক্তি তারা। খবর ক্রিকেট পাকিস্তান ডটকমের।
তিনি বলেন, বিশ্ব ক্রিকেটের জন্য রাজস্ব আয় করার ক্ষমতার ভিত্তিতে কোন দেশের বিরুদ্ধে খেলতে হবে তা বেছে নেয় বিসিসিআই। পরাশক্তি হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখতে ইচ্ছামতো আচরণ করে তারা।
বিশ্বকাপজয়ী এই অধিনায়ক আরো বলেন, পাকিস্তান ও ভারতের মধ্যে যে সম্পর্ক তা দুর্ভাগ্যজনক বিষয়। পরাশক্তি হিসেবে ক্রিকেট বিশ্বে ভারত উদ্ধত আচরণ করছে। কারণ, অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি তহবিল তৈরির ক্ষমতা তাদের আছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।