আজ দেশের যেসব স্থানে কালবৈশাখীর সম্ভাবনা

আগের সংবাদ

ভারতকে ধুয়ে দিলেন ইমরান

পরের সংবাদ

অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্টকে ছাড়লো কেএনএফ

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৩ , ১:০০ পূর্বাহ্ণ আপডেট: এপ্রিল ১, ২০২৩ , ১:০০ পূর্বাহ্ণ

অপহরণের ১৬ দিন পর অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও ঠিকাদার আনোয়ারুল হককে ছেড়ে দিয়েছে পার্বত্য বান্দরবানের দুর্গম রুমা উপজেলার পাহাড়ে সদ্য মাথাচাড়া দিয়ে ওঠা সশস্ত্র জঙ্গি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)।

শুক্রবার (৩১ মার্চ) দুপুর দুইটার রুমা উপজেলার বগালেক সেনা ক্যাম্পে পৌঁছান আনোয়ারুল। তার মুক্তির জন্য অপহরণকারীদের ছয় লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলে পরিবারের সদস্যরা দাবি করেছেন।

পাহাড়ের নতুন সশস্ত্র সংগঠনের সদস্যরা গত ১৫ মার্চ আনোয়ারুলকে অপহরণ করেছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ারুল হককে কেএনএফের গোপন আস্তানা থেকে সকাল সাড়ে ১০টার দিকে ছেড়ে দেয়া হয়। দুর্গম পাহাড়ি পথে হেঁটে তিনি বগালেক সেনা ক্যাম্পে পৌঁছান। এরপর তিনি বগালেক থেকে বিকেল সাড়ে পাঁচটায় রুমা উপজেলা সদরে এসে পৌঁছান। সার্জেন্ট আনোয়ার সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়