×

সারাদেশ

মুজিবনগরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৪:৩২ পিএম

মুজিবনগরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

ছবি: ভোরের কাগজ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় টিসিবি পণ্য নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিককের নামে মানহানির মামলা করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জেলা নারী ও শিশু নির্যাতন কমিটির সহ-সভাপতি আব্দুর রকিব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মুজিবনগরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলার আসামিরা হলেন দৈনিক জবাবদিহির মুজিবনগর প্রতিনিধি শাকিল রেজা, সময়ের সমীকরণের প্রতিনিধি সোহাগ মণ্ডল ও মাথাভাঙ্গা প্রতিনিধি শেখ শফি।

গত ২৫ মার্চ ঢাকা থেকে প্রকাশিত জবাবদিহি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিক মাথাভাঙ্গা ও সময়ের সমীকরণে ‘সাংবাদিকদের নাম ভাঙিয়ে টিসিবি পণ্য নিলেন ইউপি সদস্য রাকিব’ শিরোনামসহ ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আব্দুর রকিব বলেন, আদালতে কথা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App