ইতালিতে চ্যাটজিপিটি ব্লক

আগের সংবাদ

কার্যকর স্বাস্থ্যনীতি প্রণয়ন সময়ের দাবি

পরের সংবাদ

এডিটরস গিল্ড বাংলাদেশ

স্বাধীনতাকে হেয় করা প্রথম আলোর প্রতিবেদনের নিন্দা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১১:৪০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১১:৪৫ অপরাহ্ণ

মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

শুক্রবার (৩১ মার্চ) সংগঠনটির সভাপতি মোজাম্মেল বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। তাতে বলা হয়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার সামিল। এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ।

আরো বলা হয়, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে এডিটরস গিল্ড বাংলাদেশ বলেছে, কেউই আইনের উর্ধ্বে নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা দায়েরের আগে আমরা প্রেস কাউন্সিলের মতামত নেয়ার আহ্বান জানাচ্ছি।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়