মুজিবনগরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

আগের সংবাদ

কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে

পরের সংবাদ

শ্যামনগরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ৪:৪০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ৪:৪৭ অপরাহ্ণ

সাতক্ষীরার শ্যামনগরে তিনটি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (৩১ মার্চ) রাত দুইটার দিকে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা শ্যামনগরের পার্শেমারী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ব্যবসায়ী আজিজুল হককে (২৭) আটক করে। আটক অস্ত্র ব্যবসায়ী শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার লিয়াকত গাজীর ছেলে।

কোস্ট গার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি স্টেশন কয়রার লেফটেন্যান্ট ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে লেফটেন্যান্ট এম জহুরুল ইসলামসহ ১৫ সদস্যের একটি আভিযানিক দল শ্যামনগরের পাশের্মারী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দুইটি একনলা বন্দুক, একটি চারনলা বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ, একটি দেশীয় দা ও একটি রডসহ অস্ত্র ব্যবসায়ী আজিজুল হককে (২৭) আটক করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আজিজুল হক জানিয়েছেন, ২০১৮ সালে আত্মসমর্পনকারী ডাকাত মেহেদী গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন ও বিভিন্ন সময়ে সুন্দরবন এলাকায় ডাকাতি করতেন তিনি।

জব্দ হওয়া অস্ত্রসহ আটক আজিজুল হককে শ্যামনগর থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়