যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তের কাছে আকওয়েসেন জলাভূমিতে ছয়টি মরদেহ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) এসব মরদেহ পাওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষগুলোর বরাত দিয়ে ঘটনাটি নিয়ে তদন্ত শুরুর খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আকওয়েসেন মোহাক পুলিশ পরিষেবা জানিয়েছে, কানাডার কোস্টগার্ড আকাশপথে তল্লাশি চালানোকালে স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে আকওয়েসেনের সি স্নাইনে প্রথম মরদেহটি পাওয়া যায়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, মৃত্যুর সম্ভাব্য কারণ নির্ণয়ের জন্য কর্তৃপক্ষ ময়নাতদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের ফলাফলের জন্য অপেক্ষা করছে।
মৃতদের পরিচয় ও কানাডায় তাদের অবস্থান কোথায় ছিল তা বের করার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।