বিকেলের নিউজ ফ্ল্যাশ

আগের সংবাদ

শ্যামনগরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

পরের সংবাদ

মুজিবনগরে ৩ সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ৪:৩২ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ৪:৩৩ অপরাহ্ণ

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় টিসিবি পণ্য নিয়ে অনিয়মের সংবাদ প্রকাশ করায় তিন সাংবাদিককের নামে মানহানির মামলা করেছে বাগোয়ান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও জেলা নারী ও শিশু নির্যাতন কমিটির সহ-সভাপতি আব্দুর রকিব।

বৃহস্পতিবার (৩০ মার্চ) মুজিবনগরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে এ মামলা দায়ের করেন তিনি। মামলার আসামিরা হলেন দৈনিক জবাবদিহির মুজিবনগর প্রতিনিধি শাকিল রেজা, সময়ের সমীকরণের প্রতিনিধি সোহাগ মণ্ডল ও মাথাভাঙ্গা প্রতিনিধি শেখ শফি।

গত ২৫ মার্চ ঢাকা থেকে প্রকাশিত জবাবদিহি, চুয়াডাঙ্গা থেকে প্রকাশিক মাথাভাঙ্গা ও সময়ের সমীকরণে ‘সাংবাদিকদের নাম ভাঙিয়ে টিসিবি পণ্য নিলেন ইউপি সদস্য রাকিব’ শিরোনামসহ ভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের জের ধরে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী আব্দুর রকিব বলেন, আদালতে কথা হবে।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়