বিশ্বকাপে মেসিদের হারানো সৌদি কোচ ফ্রান্সের মেয়েদের দলে

আগের সংবাদ

চট্টগ্রামে নিখোঁজ চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার

পরের সংবাদ

ব্যাটিং বিপর্যয়ে কোণঠাসা বাংলাদেশ

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ২:৪৬ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ২:৪৮ অপরাহ্ণ

আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে সাকিব বাহিনী। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৬১ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। আগে ব্যাটিংয়ে নেমে ৩.৫ ওভারে দুই ওপেনার লিটন দাস, রনি তালুকদার ও তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা।

ফিওন হ্যান্ডের অফ স্টাম্পের বেশ বাইরের বলে স্ল্যাশ করতে গিয়ে থার্ডম্যানে ক্যাচ তুলে দেন লিটন দাস। ১.১ ওভারে দলীয় ৯ রানে সাজঘরে ফেরেন এই তারকা ওপেনার। তার আগে লিটন করেন ৫ রান।

হ্যারি টেক্টরের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ দেওয়ার আগে ৮ বলে ৪ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। ৩.৫ ওভারে দলীয় ২৪ রানে কার্টিস ক্যাম্ফারের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দিয়ে ফেরেন রনি তালুকদার। তিনি ১০ বলে ১৪ রানে ফেরেন।

এরপর লিটন ৫ ও শান্ত ৪ করে আউট হয়েছেন। সাকিব ক্যাচ দিয়েছেন ৬ রান করে। তাওহীদ হৃদয় ১২ রান করে আউট হয়েছেন। রিশাদ হোসেন ৮ রান করে ম্যাথু হামফ্রিসের বলে আউট হোন। এর এক বল পরেই তাসকিন আহমেদ ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরত যান।

বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, নাজমুল হোসেন, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড

মার্ক এডেয়ার, রস এডেয়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রিস, ফিওন হ্যান্ড, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার ও বেন হোয়াইট।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়