স্বাধীনতা দিবসের সংবাদটি রাষ্ট্রবিরোধী

আগের সংবাদ

‘রাশিয়ার ভয়ে’ ফিনল্যান্ডের ন্যাটোভুক্তি

পরের সংবাদ

জাকাত নিতে গিয়ে পাকিস্তানে পদপিষ্ট নিহত ১১

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ১০:১০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ১০:১০ অপরাহ্ণ

পাকিস্তানের করাচি প্রদেশে একটি জাকাত বিতরণ কেন্দ্রে পদচাপায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

করাচির সিন্ধু ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ট্রেডিং এস্টেট (এসআইটিই) এলাকায় একটি বেসরকারি কোম্পানির কর্মীদের পরিবারের মধ্যে শুক্রবার এই জাকাত বিতরণ করা হচ্ছিল। এ প্রসঙ্গে পুলিশ সার্জন ড. সুমাইয়া সাইদ বলেন, ১১টি মরদেহ আব্বাসি শাহীদ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের মধ্যে নয়জন নারী ও দুজন বালক। খবর ট্রিবিউন, জিয়ো নিউজের।

করাচির কিয়ামারি জেলার ঊর্ধ্বতন পুলিশ সুপারিন্টেনডেন্ট ফিদা হুসেইন বলেন, এফকে ডাইং কোম্পানি তাদের কর্মচারীদের পরিবারের সদস্যদেরকে জাকাত নিতে আসতে বলেছিল।

পরিস্থিতির বর্ণনা দিয়ে তিনি আরো বলেন, জাকাত নিতে অসেন শত শত নারী। আর বিশাল ভিড় জমে যাওয়ার ভয়ে কোম্পানির স্টাফরা কারখানার ফটক বন্ধ করে দেয়। ভেতরে যারা জাকাত নিতে জড়ো হয়েছিলেন সেখানে লাইন ধরে দাঁড়ানোর কোনো ব্যবস্থা ছিলো না। স্থানীয় পুলিশকেও যাকাত বিতরণের বিষয়ে কিছু জানানো হয়নি।

ভিড়ের মধ্যে গরমে এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন নারী অচেতন হয়ে পড়েন বলে জানান পুলিশ সুপার ফিদা হুসেইন।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সাঈদ গনি এ ঘটনায় এরই মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন। কোনো কিছু বিতরণ কিংবা সমাজকল্যাণমূলক কাজ করার ক্ষেত্রে প্রশাসনকে জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি।

জাকাত নিতে গিয়ে যাদের প্রাণহানি হয়েছে তাদের জন্য গনি দুঃখ প্রকাশ করেন ও আহতদেরকে হাসপাতালে নেয়ার নির্দেশ দেন।

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার দুর্দশার ‘বাস্তব উদাহরণই’ এ ঘটনার মধ্য দিয়ে সামনে এসেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়