ট্রেনের ১০ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু শনিবার

আগের সংবাদ

কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে পুঁজিবাজার

পরের সংবাদ

কবিরহাটের মেয়রের ইফতার পৌঁছে দেয়ার ছবি ফেসবুকে ভাইরাল

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৩ , ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩১, ২০২৩ , ৯:৪৯ অপরাহ্ণ

ছবিতে হাস্যোজ্জ্বল যে মানুষকে ইফতার নিয়ে পথচারীদের কাছে দেখা যাচ্ছে, তার পরিচয় নোয়াখালী জেলার কবিরহাটের মেয়র জহিরুল হক রায়হান। প্রতিদিন দুই শতাধিক সাধারণ মানুষের হাতে ইফতার পৌঁছে দিচ্ছেন তিনি। তার এই ইফতার পৌঁছে দেয়ার ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

পবিত্র রমজান মাসের শুরু থেকেই প্রতিদিন দুই শ’ পথচারীকে ইফতার করান তিনি। গরিব, রিকশাচালক, দিনমজুর ও পথচারীদের নিয়ে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার করেন।

রিকশাচালক মো. হোসেন বলেন, প্রায়ই রাস্তায় ওপর ইফতার দিচ্ছেন মেয়র, ইফতার পেয়ে গরিব মানুষ সবাই তার জন্য দোয়া করি ও তার কাজে আমরা সবাই খুশি।

আগামী রোজার দিনগুলোতে এইভাবে ইফতার বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মেয়র রায়হান। এসব ইফতার বিতরণে সহযোগিতা করছেন উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়