×

সারাদেশ

হত্যা মামলায় জামিনে বের হয়ে ধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৮:২৭ পিএম

হত্যা মামলায় জামিনে বের হয়ে ধর্ষণ, র‌্যাবের হাতে গ্রেপ্তার

লাদেন শেখ। ফাইল ছবি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় হত্যা মামলায় জামিনে বের হয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাদেন শেখ (২০) নামে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।

বুধবার (২৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে নড়াইল জেলার লোহাগড়া উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লাদেন শেখ ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের রায়ের পানাইল গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।

ফরিদপুর-৮ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ধর্ষণ মামলার আসামি লাদেনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ৩০ জানুযারি পারিবারিক বিরোধের জেরে লাদেন শেখ, ইব্রাহীম শেখসহ আরও কয়েকজন একই এলাকার সৌদি প্রবাসী শেখ সাদির ছেলে দশম শ্রেণির শিক্ষার্থী শাহেদ শেখকে দিনদুপুরে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে এ ঘটনায় ওইদিন রাতেই নিহত শাহেদ শেখের ফুফা লিটন খান বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেন।

লাদেন শেখ ও ইব্রাহিম শেখকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় আলফাডাঙ্গা থানার পুলিশ। ইব্রাহীম শেখ জেলহাজতে থাকলেও গত বছরের সেপ্টেম্বরে আদালত থেকে জামিন নিয়ে বের হন লাদেন শেখ।

গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার স্বপ্ননগর আবাসন এলাকার একটি বাড়িতে লাদেন শেখ নির্মাণ শ্রমিকের কাজে যায়। এ সুযোগে ওই বাড়ির ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পাশের একটি ঘাসের জমিতে নিয়ে গামছা দিয়ে মুখ বেধে ধর্ষণ করে। এরপর ঘটনার একদিন পর ওই কিশোরীর মা বাদী হয়ে লাদেন শেখকে আসামি করে আলফাডাঙ্গা থানায় একটি ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এ ঘটনার পর থেকে লাদেন শেখ পলাতক ছিলেন।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের বলেন, র‌্যাব বৃহস্পতিবার লাদেন শেখকে তাদের কাছে হস্তান্তর করেছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App