×

খেলা

বালিতে বসছে না অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আসর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:০৮ পিএম

বালিতে বসছে না অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের আসর

ছবি: সংগৃহীত

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার বাতিল করেছে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ইসরাইল টিমের অংশগ্রহণ নিয়ে সৃষ্ট সংকটে টুর্নামেন্টের ড্র স্থগিত হওয়ার পর এ সিদ্ধান্ত হয়।

ফিফা ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার (পিএসএসআই) ওপর আরও নিষেধাজ্ঞার কথা ভাবতে পারে। এদিকে পিএসএসআই বলছে- ইসরাইলের টিমকে আতিথেয়তা জানাতে বালি গর্ভমেন্টের অস্বীকৃতির পর টুর্নামেন্টের ড্র স্থগিত বাতিলে ফিফা বলপ্রয়োগ করেছে। খবর বিবিসি ও দ্য সিডনি মর্নিং হেলান্ডের।

ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে টুর্নামেন্ট আয়োজনে ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার বাতিল করা হয়েছে। নতুন স্বাগতিক দেশ যত দ্রুত সম্ভব ঘোষণা করা হবে। টুর্নামেন্টের তারিখ এখন পর্যন্ত অপরিবর্তিত আছে। ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়ার বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞার বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।

ফিফার এ পদক্ষেপের পর পিএসএসআই এক্সিকিউটিভ মেম্বার আরিয়া সিনুলিঙ্গা বলেন, ইন্দোনেশিয়ার স্বাগতিক দেশের অধিকার হারানোর বিষয়টি খুবই হতাশাজনক। টুর্নামেন্টে ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ফিলিস্তিনের পতাকা হাতে জাকার্তায় প্রতিবাদ

বিশ্বের সবচাইতে মুসলিম জনগোষ্ঠির দেশ ইন্দোনেশিয়া এই প্রথম কোনো বড় ফুটবল আসর আয়োজন করতে যাচ্ছিলো। দেশটির পর্যটন নগরী বালিতে ২৪ দেশের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ২০ মে, যা চলবে ১১ জুন পর্যন্ত। আশা করা হচ্ছিলো- গত বছর পূর্ব জাভায় স্টেডিয়াম ট্রাজেডির ঘটনার ভাবমূর্তি কাটিয়ে উঠতে পারবে ফুটবল ভক্ত এ দেশটি।

সাম্প্রতিক সময়ে টুর্নামেন্টে ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে জাকার্তায় বেশ প্রতিবাদ হচ্ছিলো। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমে পড়ে। মুসলমান অধ্যুষিত এ দেশে ফিলিস্তিনিদের প্রতি ব্যাপক জনসমর্থন রয়েছে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেছেন, তার সরকার স্বাগতিক দেশ হিসেবে টুর্নামেন্ট আয়োজনে পথ খুঁজে বের করার চেষ্টা করছে। রাজনৈতিক ইস্যুকে খেলার মধ্যে টেনে না আনার জন্য দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, কট্টর ইহুদি রাষ্ট্র ইসরাইলের সঙ্গে ইন্দোনেশিয়ার কোনো কুটনৈতিক সম্পর্ক নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App