×

আন্তর্জাতিক

বাখমুতের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রুশ বাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৯:৫৬ এএম

বাখমুতের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রুশ বাহিনী

ছবি: সংগৃহীত

ইউক্রেন বাহিনী তীব্র প্রতিরোধের সত্ত্বেও পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে রুশ বাহিনী। সেখানে একটি ধাতু কারখানার প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। বুধবার (২৮) দোনেৎস্কের ভারপ্রাপ্ত প্রধান ডেনিস পুশিলিন এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের

তিনি বলেন, ইউক্রেনের বেশিরভাগ বাহিনী বাখমুতকা নদীর পশ্চিম দিকের আজম ধাতু কারখানায় আশ্রয় নিয়েছিল, যেখান থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শিল্পাঞ্চলটির নিয়ন্ত্রণ নেওয়া জরুরি ছিল। এখন কার্যত বলা যেতে পারে, এটি করা হয়েছে। রুশ সেনারা সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন।’

তিনি আরো বলেন, রাশিয়ার ওয়াগনার (ভাড়াটে বাহিনী) যোদ্ধারা শহরে আক্রমণের নেতৃত্ব দিয়ে চলেছেন। ওয়াগনার ছেলেরা এগিয়ে যাচ্ছেন।

এর আগে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চিফ জেনারেল ভ্যালেরি জালুঝনি শনিবার বলেছেন, কিয়েভ বাখমুত এবং এর আশপাশে রাশিয়ার আক্রমণকে ঠেকাতে সক্ষম হয়েছে। পরিস্থিতি স্থিতিশীল হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App