×

বিনোদন

অসুস্থতা মানুষ হিসেবে আমাকে বদলে দিয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:৫৩ পিএম

অসুস্থতা মানুষ হিসেবে আমাকে বদলে দিয়েছে

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত

অসুস্থতা মানুষ হিসেবে আমাকে বদলে দিয়েছে

আট মাসের বেশি সময় ধরে ‘মায়োসাইটিস’-এর সঙ্গে লড়াই করছেন সামান্থা রুথ প্রভু। এর মধ্যেই ঘনিয়ে এসেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘শকুন্তলম’–এর মুক্তির দিন। একদিকে মায়োসাইটিস, অন্যদিকে ‘শকুন্তলম’–এর প্রচার; সবকিছু নিয়ে বেশ নাজেহাল অবস্থায় রয়েছে সামান্তা। তবে ছবির প্রচারে ছাড় দিতে নারাজ এই দক্ষিণি নায়িকা। তাই রোগের চিকিৎসার মধ্যেই ছবির প্রচারণা করছেন।

এবার প্রচারণার সময় তাঁর এই রোগ নিয়েও খোলামেলা কথা বলেছেন সামান্থা। তিনি বলেন, ‘“শকুন্তলম” বা “যশোদা” ছবির শুটিংয়ের সময় আমি মায়োসাইটিসে আক্রান্ত হইনি। ছবি দুটোর পোস্ট প্রোডাকশনের কাজের সময় অসুস্থ হয়ে পড়ি। আমার জন্য সেটা অত্যন্ত কঠিন সময় ছিল।’

সামান্থা আরও বলেন, ‘মায়োসাইটিস আমাকে যতটা না বেশি ভয় পাইয়েছে, তার চেয়ে বেশি মানুষ হিসেবে আমাকে বদলে দিয়েছে। এটা আমাকে জীবনের জন্য লড়াইয়ে সাহস জুগিয়েছে। আমার জীবনে বহু চ্যালেঞ্জ ছিল। নির্ভয়ে সব চ্যালেঞ্জ আমি মোকাবিলা করেছি। এই আট মাস আমাকে শিখিয়েছে যে জীবন আর মানসিক শক্তি কী! আমার কাজ আমাকে মনোযোগী থাকতে সাহায্য করেছে। নিজেকে সুস্থ রাখার জন্য সাত দিন ২৪ ঘণ্টাই কাজ করেছি। নিজের শারীরিক আর মানসিক অবস্থা যেমন-ই থাকুক না কেন, সব সময় তিনি সেরাটা উজাড় করে দিয়েছেন।’

সামান্থা বলেন, ‘আমার শারীরিক অবস্থা একেক দিন একেক রকম থাকত। নিজের শরীরের ওপর কোনো নিয়ন্ত্রণ থাকত না। নিজের শারীরিক অবস্থার সঙ্গে তাল মিলিয়েও নিজের কাজের প্রতি কীভাবে নিবেদিত থাকতে হয়, তা আমি এই সময়ে শিখেছি।’

‘শকুন্তলম’ সামান্থার ক্যারিয়ারে প্রথম পৌরাণিক ছবি। মালয়ালম অভিনেতা দেব মোহনকে রাজা ‘দুষ্মন্ত’র চরিত্রে দেখা যাবে। গুণশেখর পরিচালিত এই ছবিতে ‘ইন্দ্র’র চরিত্রে অভিনয় করেছেন বাঙালি অভিনেতা যিশু সেনগুপ্ত। কালিদাসের ‘অভিজ্ঞান শকুন্তলম’-এর আধারে নির্মিত ছবিটি আগামী ১৪ এপ্রিল পাঁচটি ভাষায় মুক্তি পাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App