ডুমুরিয়ায় ঘের দখলচেষ্টা, মাছ লুট

আগের সংবাদ

নির্বাচনের প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ

পরের সংবাদ

শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ৩:৩৪ অপরাহ্ণ

মাগুরার শালিখায় সাড়ে ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে শালিখা থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে উপজেলার সীমাখালী বাজারের সোহাগ কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৭ কেজি গাঁজা, দুটি মোবাইল সেট ও নগদ দশ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মুসলিমপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে নুরু হোসেন (২২) মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের সিদ্দিক মোল্যার ছেলে জুয়েল মোল্যা ওরফে হানিফা (২৭)।

শালিখা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার যশোর-মাগুরা সড়কের সীমাখালী বাজারের সোহাগ কাউন্টার এলাকায় অভিযান পরিচালনা করে সাড়ে সাত কেজি গাঁজাসহ নুরু ও জুয়েলকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মুরাদ নামের অপর এক মাদককারবারি পালিয়ে যায়। মুরাদ শালিখা উপজেলার ধনেশ্বরগাতী গ্রামের মৃত সুরত আলী মুন্সীর ছেলে। তারা দীর্ঘদিন মাদক কারবারে জড়িত ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএইচ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়