তালায় অজ্ঞান পার্টির কবলে প্রবাসীর পরিবার

আগের সংবাদ

যুক্তরাষ্ট্রের হুমকি: নতুন বিশ্বব্যবস্থা গড়ছে চীন

পরের সংবাদ

জামিন নামঞ্জুর, সাংবাদিক শামসুজ্জামান কারাগারে

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩ , ৩:০০ অপরাহ্ণ আপডেট: মার্চ ৩০, ২০২৩ , ৩:১৮ অপরাহ্ণ

রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ২টা ২৫ মিনিটে তাকে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের এজলাস কক্ষে হাজির করা হয়।

এরপর এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। এর বিরোধিতা করে জামিন চান আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরআগে গত বুধবার রাত ১১টার দিকে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী একজন ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এছাড়া বুধবার সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামে এক যুবলীগ নেতা বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলাটি করেন।

এমকে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়